1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অভিবাসনরোমানিয়া

‘ইউরোপে পড়াশোনার স্বপ্ন পূরণ করতে পারে রোমানিয়া’

আরাফাতুল ইসলাম ক্লুজ নাপোকা
১৭ মে ২০২৪

রোমানিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার ভালো সুযোগ রয়েছে বলে মনে করেন বদরুন নাহার মিরা৷ তিনি ক্লুজ নাপোকা শহরে আন্তর্জাতিক সম্পর্ক পড়ছেন বাবেস বলয়াই বিশ্ববিদ্যালয়ে৷ মিরা জানান, রোমানিয়ায় লেখাপড়ার খরচ খন্ডকালীন চাকুরি করেই তোলা যায়৷ ফলে দেশ থেকে খরচ আনার প্রয়োজন হয় না৷ আর তার শহরে বসবাসের খরচ ঢাকার চেয়েও কম৷ বিস্তারিত দেখুন৷

https://p.dw.com/p/4fxQY